ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


উইন্ডিজের ১১ রানেই চার উইকেট নেই!


২৪ নভেম্বর ২০১৮ ২২:৫৭

ফাইল ফটো

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনে বাংলাদেশের পাঁচ উইকেটের পতনের পর ২০৩ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে ১১ রানেই তিন উইকেটের পতন হয়েছে ক্যারিবীয়দের। পরে আরো একটি উইকেটের পতন হয়। ১ রানেই প্রথম উইকেট শিকার করেন সাকিব আল হাসান। এর পর জোড়া আঘাত হানেন তিনি। চতুর্থ উইকেটটি শিকার করেন তাইজুল ইসলাম। ফলে মধ্যাহ্নের বিরতির আগে ১১ রানে ৪ উইকেট হারিয়েছে উইন্ডিজ।

শনিবার খেলার শুরুতেই উইকেট হারায় টাইগাররা। দলীয় ৬৯ রানে গ্যাব্রিয়েলের বলে বোল্ড হন মুশফিকুর রহিম (১৯)। তরুণ মেহেদী হাসান মিরাজও ইনিংস লম্বা করতে পারেননি। দেবেন্দ্র বিশুর বলে ক্যাচ দিয়েছেন ১৮ রান করে।

বাংলাদেশের প্রথম ইনিংসে ৩২৪ রানের জবাবে ম্যাচের দ্বিতীয় দিনে শুক্রবার দুই সেশনে অল-আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সংগ্রহ ছিল ২৪৬ রান। বাংলাদেশ লিড পায় ৭৮ রানের। দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। অহেতুক শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন ব্যাটসম্যানরা। ৩৫ রানের মধ্যে ৪ উইকেট হারানোর পর ৫ উইকেটে ৫৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ।

দলীয় ১৩ রানে ২ রান করে ওয়ারিক্যানের বলে বোল্ড হয়ে যান ইমরুল। তার ওপেনিং সঙ্গী সৌম্য সরকার (১১) রোস্টন চেইসকে তুলে মারতে গিয়ে স্লিপে ক্যাচ দেন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক চেইজের বলে এলবিডাব্লিউ হয়ে যান ১২ রান করে। অধিনায়ক সাকিব (১) ওয়ারিক্যানকে স্লগ সুইপে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন। দেবেন্দ্র বিশুর বল ডিফেন্ড করতে গিয়ে মিঠু বোল্ড হলে ৫৩ রানে ইনিংসের অর্ধেক শেষ হয়ে যায় স্বাগতিকদের।

আরকেএইচ