স্পিনে ধুকছে ওয়েস্ট ইন্ডিজ

সাকিব ও নাঈমের জোড়া আঘাতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ১৮০ রানে ৬ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা।বাংলাদেশের স্পিন বোলিংয়ে ধরা খেয়েছে হয়েছে সফরকারীদের প্রথম সারির ব্যাটসম্যানরা।বাংলাদেশের ৩২৪ রানের জবাবে দ্বিতীয় দিন প্রথম ইনিংস শুরু করে লাঞ্চে যাওয়ার আগে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপর নাঈম হাসান পরপর দুই উইকেট তুলে নেয়।এখন ক্রিজে আছেন বিষু ০ এবং ডরিচ ৩০ রানে । আর স্বাগতিকরা দ্বিতীয় দিনেই সফরকারীদের অট আউট করার লক্ষ্য নিয়ে বল করছে।
এর আগে দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ৯ রান যোগ করে ৩২৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।বাংলাদেশের ইনিংসটাকে ৩২৪ পর্যন্ত এগিয়ে নেয় নবম উইকেটে তাইজুল ইসলাম ও নাঈম হাসান জুটি।এই জুটিতে আসে ৬৫ রান। তাইজুল অপরাজিত ছিলেন ৩৯ রানে।আর নাঈম হাসান ফেরেন ২৬ রানে।স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ১২০ রান করেছেন মুমিনুল ইসলাম। এ ছাড়া ইমরুল কায়েস ৪৪ আর সাকিব করেন ৩৪ রান ।
এমএল