ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


আজও হলো না....


২২ নভেম্বর ২০১৮ ২৩:১০

ফাইল ফটো

চট্টগ্রামের জহুর আহমে চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শুরুতেই সৌম্য সরকারকে হারিয়েয়ে বড় একটা ধাক্কা খায় বাংলাদেশ। এরপর দারুন খেলছিলেন ইমরুল-মুমিনুলের জুটি। কিন্তু এই জুটিও ভাঙ্গল শতরানে। শুরু থেকেই নড়বড়ে খেলছিলেন ইমরুল কায়েস। সর্বশেষ ২০ ইনিংসে তার কোনো হাফ সেঞ্চুরি নেই। আজও হলো না। একবার ক্যাচ দিয়ে বেঁচে যান নো বলের কল্যাণে। কিন্তু মধ্যাহ্ণ বিরতির আগমুহূর্তে জোমেল ওয়ারিক্যানের বলে অ্যামব্রিসের তালুবন্দি হন তিনি। ৮৭ বলে ৩০ রান করেন ইমরুল। ১০৪ রানের দ্বিতীয় উইকেট জুটির এখানেই সমাপ্তি হয়। ৫৩ রানে অপরাজিত আছেন মুমিনুল হক।

বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং বেছে নেয় স্বাগতিক বাংলাদেশ। তবে ৩ বলের বেশি স্থায়ী হয়নি ওপেনিং জুটি। ডানহাতি পেসার কেমার রোচের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে কিপার শেন ডরিচের গ্লাভসবন্দি হন ১৩ মাস পর টেস্টে ফেরা সৌম্য সরকার (০)। এরপর ইমরুল-মুমিনুলের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যদিও ব্যক্তিগত ১৬ রানে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়েও নো বলের কল্যাণে বেঁচে যান ইমরুল। ৭০ বলে ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি পূরণ করেছেন মুমিনুল। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৫ রান।

আরকেএইচ