ইমরুল-মুমিনুলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসের শুরুতেই সৌম্য সরকারকে হারানোর ধাক্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমে চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেয় স্বাগতিক বাংলাদেশ। মাত্র ৩ বলেই ওপেনিং জুটি ভেঙ্গে যাওয়া অনেকটা হতাশা নামে টাইগার শিবিরে । দীর্ঘ সময় পর টেস্ট দলে ফেরা সৌম্য সরকার ফিরলেন 'ডাক' মেরে।
এরপর ইমরুল-মুমিনুলের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ওপেনার ইমরুল কায়েস এবং মুমিনুল হকের জুটি বেশ শক্ত ভিতের দিকে নিয়ে যাচ্ছে দলকে। ৭০ বলে ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি পূরণ করেছেন মুমিনুল। দুজনের তৃতীয় উইকেট জুটিতে এসেছে ৮৭ রান। ইমরুল ব্যাট করছেন ৩০ রানে। বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৮৮ রান। যদিও ব্যক্তিগত ১৬ রানে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়েও নো বলের কল্যাণে বেঁচে যান ইমরুল।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরন পাওয়েল, শেই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, শেন ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ।
আরকেএইচ