মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে আর্জেন্টিনার জয়

সুপারস্টার মেসিকে ছাড়াই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে তাদের নিজের মাঠে সহজেই হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা।বাংলাদেশ সময় শনিবার ভোরে ২-০ গোলের জয় পেয়েছে লিওনেল স্কলানির দল।তবে আর্জেন্টিনার বর্তমান তারকা খেলুয়াড় দিবালা এবং ইকার্দি দলের হয়ে এখনও কোন গোলের দেখা পায়নি।
প্রথমার্ধের শেষ মহুর্তে ৪৪ মিনিটে ফুনেস মোরির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।এই গোলেই জয়ের দিকে যাচ্ছিল আর্জেন্টিনা।ম্যাচের ৮৩ মিনিটে আত্মঘাতি গোল করে মেক্সিকো।এতে আর্জেন্টিনা ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ।
এমএল