ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


তৃতীয় দিনে ব্যাট করছে জিম্বাবুয়ে


১৩ নভেম্বর ২০১৮ ১৭:২৪

ফাইল ফটো

সোমবার দ্বিতীয় দিনের শেষ বিকেলে ২০ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছিল সফরকারী জিম্বাবুয়ে। তাতে ২৫ রানে এক উইকেট হারিয়েছে তারা।

এর আগে প্রথম দিন মুমিনুল হকের ১৬১ আর মুশফিকুর রহিমের ইতিহাস গড়া দ্বিশতকে (২১৯) ৭ উইকেট হারিয়ে ৫২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে এ ম্যাচে জয় ছাড়া কোনও বিকল্প নেই বাংলাদেশের সামনে।

তবে প্রথম দুই দিন যেভাবে ব্যাটিং করেছে বাংলাদেশ তাতে স্বাগতিকদের হারার সম্ভাবনা খুব বেশি নেই বললেই চলে।

এর আগে সিলেটে সিরিজের প্রথম টেস্টে ১৫১ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।