মুশফিকের রেকর্ডের দিনে ৫২২ রানে ইনিংস ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ড ব্যাটিংয়ের পর ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
টেস্টে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি এতদিন সাকিব আল হাসানের অধীনে ছিল। ২১৭ রান নিয়ে এতদিন শীর্ষে ছিলেন বিশ্বেসেরা এই অলরাউন্ডার। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ইনিংসটি খেলেছিলেন সাকিব। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ এক ডাবল সেঞ্চুরির পর সে রেকর্ড নিজের করে নিয়েছেন দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক। ইনিংসের ১৬০তম ওভারে শন উইলিয়ামসের বলে সিঙ্গেল নিয়ে সাকিবকে ছাড়িয়ে যান মুশফিক। শেষপর্যন্ত ৪২১ বলে খেলে ২১৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুশফিক।
টেস্টে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে প্রথমবারের মতো দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। এর আগে একটি করে ডাবল সেঞ্চুরি নিয়ে কুমার সাঙ্গাকারা ও মহেন্দ্র সিং ধোনীদের কাতারে ছিলেন তিনি। এবার মিরপুর টেস্টে অসাধারণ এ ডাবলসে তাদের ছাড়িয়ে গেলেন মুশফিক। এছাড়া বাংলাদেশের হয়েও দুটি ডাবল সেঞ্চুরি এখন শুধু তার নামের পাশেই।
স্কোর: বাংলাদেশ ৫২২/৭ (মুশফিক ২১৯*, মেহেদী হাসান মিরাজ ৬৮*)।
এমএ