ফিরেই দূর্বল বেতিসের কাছে হারের স্বাদ নিল মেসি

গত রোববার রাতে ন্যু ক্যাম্পে চোট কাটিয়ে মাটে ফিরে রিয়াল বেতিসের কাছে হারের স্বাদ নিলেন মেসি।আবার মাঠে ফিরেই জোড়া গোল পেয়েছেন মেসিও।
কিন্তু রক্ষণভাগের দুর্বলতায় লা লিগার ম্যাচটি ৪-৩ গোল ব্যবধানে ঘরের মাঠে বেতিসের কাছে হারে বার্সা।
১০ বছর পর বার্সাকে হারালো রিয়ার বেতিস।
ম্যাচের শুরুতেই উত্তেজনা! প্রথম মিনিটের ৪৫ সেকেন্ডের সময় ম্যালকমের পাস থেকে গোল করতে পারতেন মেসি। তবে তিনি সেই পাস ধরতেই পারেননি। পাঁচ মিনিট পরেই একই ভুল করেন সেলসো। বার্সার গোলরক্ষককে একা পেয়েও বল বারের ওপর দিয়ে উড়িয়ে দেন তিনি।তবে ২০ মিনিটের মাথায় স্প্যানিশ ডিফেন্ডার জুনিয়র ফিরপোর অসাধারণ এক গোলে এগিয়ে যায় বেতিস।এরপর যেন আরো আক্রমণাত্মক হয়ে ওঠে বেতিস।
আক্রমণ সামলাতে গিয়ে নাজেহাল হয়ে উঠে বার্সা। এমনকি ৩৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল হজম করে তারা। ফরোয়ার্ড তেইয়োর পাস থেকে গোল ব্যবধান ২-০ করেন হোয়াকিন।প্রথমার্ধে বার্সেলোনা কোন গোল পায়নি।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে আবারও গোলের সম্ভাবনা তৈরি করে বেতিস। তবে গোলপোস্ট ঘেঁষে চলে যায় তেইয়োর শট। অবশেষে ডি বক্সে জর্ডি আলবা ফাউলের শিকার হলে ৬৮তম মিনিটে পেনাল্টি পায় বার্সা। এবার ভুল করেননি মেসি। গোল করে ব্যবধান কমিয়েছেন তিনি। ফলে ব্যবধান কমে হয় ২-১ গোল।
কিছুক্ষণ পরেই পিএসজি থেকে ধারে বেতিসে খেলতে আসা সেলসো অসাধারণ এক গোলে দলকে এগিয়ে দেন।ব্যবধান তখন বেড়ে যায় ৩-১ গোলের।আর ২৯ মিনিট বাকি রইল খেলার।
বার্সার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গোল পেয়েছেন আর্তুরো ভিদাল। মুনির এল হাদ্দাদির পাসকে স্লাইড করে পা ছুঁইয়ে অসাধারণ এক গোল করেন তিনি। ফলে ঠিক ৮ মিনিট পরেই ব্যবধান কমে দাঁড়ায় ৩-২ গোলে। একটু পরেই ফাউলের শিকার হন সেলসো।
ক্রোয়েট মিডফিল্ডার ইভান রাকিতিচ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় বার্সা।
রক্ষণভাগে কিছুটা মনোযোগ দেয় বার্সেলোনা। তবে ৮৩ মিনিটের মাথায় জালের সামনে বলকে টোকা দিয়ে জালে জড়িয়ে দলের ব্যবধান বাড়িয়ে ৪-২ গোলে বেতিসকে এগিয়ে নেন বদলি হিসেবে নামা সার্জিও কানালেস।
যখন বার্সার হার প্রায় নিশ্চিত হয়ে গেছে, তখন যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভিদালের পাস থেকে বল পেয়ে জালে জড়ান মেসি। ফলে ব্যবধান কমে ৪-৩ গোলে দাঁড়ায়। তবে হার এড়ানো সম্ভব হয়নি বার্সেলোনার।
লা লিগায় দ্বিতীয় পরাজয় দেখেছে বার্সেলোনা। তবে ১২ ম্যাচে সাতটি জয় ও তিনটি ড্র নিয়ে ২৪ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষেই আছে তারা।