ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


প্রথম ইনিংসে বড় স্কোরের পথে বাংলাদেশ


১২ নভেম্বর ২০১৮ ১৮:৩৫

ছবি সংগৃহিত

প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে প্রথম সেশনের বিরতির পর বাংলাদেশের সংগ্রহ ১২২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৭ রান।অধিনায়ক মাহমুদউল্লাহ ৩৬ রান করে জারভিসের বলে ক্যাচ আউট হয়েছে।আগের দিনে সেঞ্চুরি করা মুসফিক আছেন ১৩৫ রানে এবং তার সাথে ক্রিজে এসেছেন আরিফুল।এখন দলীয় একটা বড় স্কোরের লক্ষে ব্যাট করছে বাংলাদেশ দল।

এর আগে প্রথম দিনে বাংলাদেশ ৯০ ওভারে ৩০৩ রান করেছিল, যাতে মুমিনুল ১৬১ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। এটি তাঁর ক্যারিয়ারের সপ্তম টেস্ট শতক। আর ষষ্ঠ সেঞ্চুরি করে মুশফিক ছিলেন ১১১ রানে অপরাজিত।

তবে দুজনে মিলে দারুণ একটি রেকর্ড গড়েছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন। চতুর্থ উইকেটে তাঁরা করেন ২৬৬ রান।

শেরেবাংলায় এটি হয়েছে দারুণ একটি রেকর্ড। এই মাঠে এটি সর্বোচ্চ রানের জুটি। এই ভেন্যুতে এর আগে সর্বোচ্চ জুটি ২০১০ সালে ভারতের বিপক্ষে। সেবার দ্বিতীয় উইকেটে তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী করেছিলেন ২০০ রান। এবার সে রেকর্ডকে ছাড়িয়েছেন তাঁরা।

এর আগে লিটন দাস ৯ ও ইমরুল কায়েস শূন্য রানে সাজঘরে ফেরেন। কোনো রান না নিয়ে আউট হন এই ম্যাচে অভিষেক হওয়া মিঠুনও।