ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


২৯ রানেই ৩ উইকেট খোয়ালো বাংলাদেশ


১১ নভেম্বর ২০১৮ ১৭:১০

ছবি সংগৃহিত

দলীয় ২৯ রানেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।দলের স্কোর ১৬ হতেই দলের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে হারিয়ে বেশ বিপদেই পড়ে যায়।

আজ রোববার মিরপুর স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ রান তুলেছে বাংলাদেশ; হারিয়েছে ৩ উইকেট। লিটন দাস ৯ ও ইমরুল কায়েস।আর অভিষেকেই শূন্য রানে মিঠুন শূন্য সাজঘরে ফেরেন।

এদিকে এই ম্যাচে বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন এসেছে। তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, পেসার আবু জায়েদ রাহি ও স্পিনার নাজমুল ইসলাম অপু বাদ পড়েছেন।

চমক হিসেবে দলে অভিষেক হয়েছে ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও পেসার খালেদ আহমেদের। আর ফিরেছেন কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমান।

এর আগে সিলেটে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে ১৫১ রানে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ(অধিনায়ক),মুশফিকুর রহিম,আরিফুল হক,মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং খালেদ আহমেদ।

এমএল