লিটন-নাহিদের বিকল্প খুঁজছে পিএসএল

এবারই দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। সব ঠিক থাকলে পিএসএলের দল পেশওয়াল জালমির হয়ে মাঠে নামবেন তিনি। লিটন খেলবেন করাচি কিংসের হয়ে। আর লেগস্পিনার রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।
তবে এই তিন ক্রিকেটারের দুজন পুরো আসরে থাকবেন না। তাই বাধ্য হয়ে এখন পিএসএলের দলগুলোকে নতুন ক্রিকেটার খুঁজতে হচ্ছে। কিছু ম্যাচের জন্য তাদের বিকল্পের খোঁজে নেমেছে টুর্নামেন্ট আয়োজকরা। অনলাইনে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে সোমবার ৬ ক্রিকেটারের বদলি খুঁজে নেবে পিএসএলের দলগুলো। এক বিবৃতিতে এই খবর জানিয়েছে পিসিবি।
আগামী ১১ এপ্রিল শুরু হতে যাওয়া পিএসএলের দশম আসরে খেলার জন্য সুযোগ পাওয়া বাংলাদেশের তিন ক্রিকেটারই বিসিবির কাছে ছাড়পত্র চেয়েছেন। তাদের অনাপত্তিপত্রের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। তবে ধরনা করা হচ্ছে, এবার এনওসি নিয়ে খুব একটা সমস্যা হবে না।
এদিকে পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, কিছু ম্যাচ খেলতে পারবেন না লিটন ও নাহিদ। কেননা, আগামী মাসে দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। যেখানে থাকার কথা লিটন ও নাহিদের। যে কারণে এই সিরিজ শেষে পিএসএলে খেলতে যেতে পারবেন তারা। এক্ষেত্রে প্রথম টেস্টে শেষেই তাদের ছেড়ে দেওয়া হতে পারে। এক্ষেত্রে অবশ্য রিশাদ হোসেনকে নিয়ে জটিলতা নেই। এখনও টেস্ট অভিষেক না হওয়ায় পিএসএলের পুরো আসরেই খেলার কথা রয়েছে এই ক্রিকেটারের।