ডিপিএলে কোন দলের কোচ হলেন হলেন সুজন?

আসন্ন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দেশি কোচদের মধ্যে কে ভালো করতে পারেন এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশি কোচদের সাফল্য অনুপ্রেরণা হিসাবে কাজ করছে।
দিল্লিতে এশিয়ান লিজেন্ড লিগ টি ২০র ড্রাফটে অংশ নিতে শুক্রবার ভারত গেছেন মোহাম্মদ আশরাফুল। সাবেক অধিনায়ক বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের ভূমিকা পালন করেছেন। এবার ঢাকা লিগে তিনি ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ। ১২ ক্লাব নিয়ে ৩ মার্চ শুরু হবে ঢাকা লিগ। ২২ ও ২৩ ফেব্রুয়ারি দলবদল। তারকা ক্রিকেটাররা এরইমধ্যে নিজেদের দল খুঁজে নিয়েছেন। অনেকে রয়ে গেছেন পুরোনো ক্লাবে। শীর্ষস্থানীয় একাধিক কোচ দল পরিবর্তন করেছেন।