এশিয়ার মাটিতে লজ্জার নজির, এরপরও আশায় বুক বাধছে অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে হারটা রীতিমতো ধসিয়েই দিয়েছে তাদের। এশিয়ার মাটিতে এর চেয়ে বাজেভাবে আর কখনও হারেনি দলটা। অধিনায়ক স্টিভেন স্মিথ অবশ্য এরপরও আশায় বুক বাধছেন। তার বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালোই করবে তার দল।
অস্ট্রেলিয়া বর্তমানে গুরুতর দলগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড এবং মিচেল মার্শ সবাই চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন। এছাড়া মিচেল স্টার্ক স্কোয়াডে নেই এবং মারকাস স্টোইনিস এই ফরম্যাট থেকে আগেই অবসর ঘোষণা করেছেন। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এক নতুন চেহারার অস্ট্রেলিয়া দল মাঠে নামে।