ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ড্রয়েও সবার আগে নকআউটে বার্সা


৭ নভেম্বর ২০১৮ ১৯:৪০

ফাইল ফটো

সান সিরোয় মঙ্গলবার রাতে‘বি’গ্রুপের বার্সালোনা ও ইন্টার মিলানের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এই ড্রয়ে চলতি আসরে সবার আগে শেষ ষোলোয় উঠেছে মেসি ও সুয়ারেজের বার্সালোনা।
এই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিটের মাথায় দারুণ এক গোলে বার্সেলোনাকে এগিয়ে দেন মালকম। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি কাতালান ক্লাবটি। শেষ দিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দির গোলে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান।
গত মাসে কাম্প নউয়ে প্রথম লেগে বার্সেলোনা ২-০ গোলে জিতেছিল।
ভালভেরদে লিওনেলে মেসিকে দলে রেখে চমক দিয়েছিলেন।অবশ্য শেষ পর্যন্ত মেসিকে বেঞ্চেও রাখেননি কোচ।

দ্বিতীয় মিনিটে এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। তবে উসমান দেম্বেলের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।এর ১০ মিনিট পর ডি-বক্সে ঢুকেই লুইস সুয়ারেসের নেওয়া জোরালো শট একেবারে ক্রসবার ঘেঁষে চলে যায়।প্রতিপক্ষের রক্ষণাত্মক ফুটবলের সামনে সুবিধা করতে পারেনি বার্সেলোনা।
প্রথমার্ধে গোল শূন্য থেকেই দু’দল বিরতিতে যায়।
বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে ওঠা বার্সেলোনা বারবার রক্ষণ ভেঙে ভিতরে ঢুকে পড়তে থাকে। ৬০তম মিনিটে দারুণ একটি সুযোগও পায় তারা; কিন্তু গোলরক্ষক বরাবর শট নিয়ে বসেন ইভান রাকিতিচ।

৯ মিনিট হাতে রেখে দেম্বেলেকে বসিয়ে মালকমকে নামান কোচ। কোচের আস্থার প্রতিদান দিতে সক্ষম হন এই ফরোয়ার্ড।
প্রতিপক্ষের থেকে বল কেড়ে ডান দিকে বাড়ান ফিলিপে কৌতিনিয়ো। আর ডি-বক্সে ঢুকে এক ঝটকায় সামনের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের নিচু শটে বহু প্রতীক্ষার গোলটি করেন মালকম।

বার্সেলোনার আনন্দের চার মিনিট পর ৮৭তম মিনিটে মাতিয়াস ভেসিনোর শট প্রতিহত হওয়ার পর ফিরতি বল পেয়ে ডান পায়ের শটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনের দুপায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দি।
চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।আর দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭।

গ্রুপের আরেক ম্যাচে পিএসভির বিপক্ষে হ্যারি কেইনের শেষ দিকের জোড়া গোলে নাটকীয় জয় পায় টটেনহ্যাম হটস্পার। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইংলিশ ক্লাবটি।পিএসভির পয়েন্ট ১।
‘এ’ গ্রুপে ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৯। জার্মান ক্লাবটির পয়েন্টও ৯। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে আছে বরুসিয়া।

গ্রুপের আরেক ম্যাচে মোনাকোকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া ক্লাব ব্রুজের পয়েন্ট ৪। ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ফরাসি ক্লাবটির।‘সি’ গ্রুপে ঘরের মাঠে পিএসজির সঙ্গে ১-১ গোলে ড্র করা নাপোলি ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে।

গ্রুপের অপর ম্যাচে রেড স্টার বেলগ্রেডের মাঠে ২-০ গোলে হারা লিভারপুলের পয়েন্টও চার ম্যাচে ৬। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংলিশ ক্লাবটি।৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা রেড স্টারও ভালোমতোই টিকে আছে নক আউট পর্বে ওঠার লড়াইয়ে।

‘ডি’গ্রুপে ঘরের মাঠে লোকোমোতিভ মস্কোর বিপক্ষে ৪-১ গোলে জেতা পোর্তো চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। আর নিজেদের মাঠে গালাতাসারাইকে ২-০ গোলে হারানো শালকে ৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা গালাতাসারাইয়ের পয়েন্ট ৪।