ক্রিকেটকে বিদায় জানাল তারকা ক্রিকেটার

সাবেক ভারতীয় পেস বোলার প্রভিন কুমার সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। সর্বশেষ ২০১২ সালে ভারত জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। খেলোয়ারী জীবনকে বিদায় জানালেও কোচ হয়ে আবার ফিরে আসার ঘোষনাও দেন তিনি।
প্রভিন কুমার বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট থেকে বিদায় নেয়ার। এই সিদ্ধান্ত নেয়ার পথে আমি কোন দোটানায় ভুগিনি। আমি ভেবেছি এটাই আমার সঠিক সময় ক্রিকেট থেকে বিদায় নেয়ার।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে প্রভিন কুমার বলেন, আমি আমার পরিবারকে ধন্যবাদ দিতে চাই। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং রাজিব শুক্লাকে ধন্যবাদ জানাই যারা আমাকে সুযোগ করে দিয়েছিল আমার স্বপ্ন পূরনের জন্য।
ভারতের হয়ে ৮৪টি ম্যাচ খেলা প্রভিন কুমারের অভিষেক হয়েছিল ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্মেন্স করেন তিনি।
২০১২ সালে দক্ষিন আফ্রিকার বিপক্ষে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন এই তারকা। ঘরোয়া ক্রিকেটে সব মিলিয়ে ২৬৭টি উইকেট লাভ করেন এই তারকা।