ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


চট্টগ্রামে যেভাবে মিলবে বিপিএলের টিকিট


১৪ জানুয়ারী ২০২৫ ২১:২২

ফাইল ফটো

বিপিএলে ঢাকায় প্রথম পর্বের পর শেষ হয়েছে সিলেট পর্ব। আগামী ১৬ জানুয়ারি শুরু হবে চট্টগ্রাম পর্ব। বিসিবি জানিয়েছে, বিপিএলের চট্টগ্রাম পর্বে দুটি টিকিট বুথ থেকে টিকিট কাটা যাবে। মধুমতি ব্যাংকের দুটি শাখায় পাওয়া যাবে টিকিট। এছাড়া অনলাইনে মিলবে ফ্র্যাঞ্চাইজি এই লিগের টিকিট। 

বিসিবি জানিয়েছে, ১৫ জানুয়ারি বুথ ও ব্যাংকের শাখায় সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত অগ্রিম টিকিট কাটা যাবে। এছাড়া আসন ফাঁকা থাকা সাপেক্ষে ম্যাচের দিনও পাওয়া যাবে টিকিট। 

 
 

সরাসরি বুথ থেকে টিকিট কাটা যাবে এমএ আজিজ স্টেডিয়ামের কাউন্টার থেকে। এছাড়া জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বিটাক মোড়ে পাওয়া যাবে টিকিট। মধুমতি ব্যাংকের আগ্রাবাদ ও ওআর নিজাম রোড শাখায় মিলবে টিকিট। টিকিটের মূল্য শুরু ২০০ টাকা থেকে।  

 

ঢাকা ও সিলেট পর্বের বিপিএলে টিকিটের বড় অংশ ছিল অনলাইনে। ভার্চুয়াল টিকিট সাড়াও ফেলেছিল। চট্টগ্রাম পর্বেও অনলাইনে বিপিএলের টিকিট পাওয়া যাবে। সেজন্য ভিজিট করতে হবে WWW.GOBCBTICKET.COM.BD (গোবিসিবিটিকিট.ডক.বিডি) তে।