সিলেটে এ কী হাল বাংলাদেশের

সিলেট টেস্ট জয়ের লক্ষ্যে চতুর্থ দিনে ব্যাট করছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনেই হারিয়েছে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছে টাইগাররা। জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ৩২১ রানের বিপরীতে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২৩ রান।
৯ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম। জয়ের জন্য প্রয়োজন আরও ১৯৮ রান।
জিম্বাবুয়ে বোলারদের জবাব পাচ্ছেন না বাংলাদেশি ব্যাটসম্যানরা। একের পর এক আসছেন আর যাচ্ছেন। সবশেষ যাওয়া-আসার মিছিলে যোগ দিলেন নাজমুল হোসেন শান্ত। এবার শিকারী ব্রেন্ডন মাভুতা। তার বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।
শেষ খবর পর্যন্ত প্রথম সেশন শেষে ১২৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা। ৯ রান নিয়ে ক্রিজে আছেন মুশফিকুর রহিম। জয়ের জন্য এখন দরকার ১৯৮ রান।