রেকর্ড ৩১ ছক্কা, হেলসের সেঞ্চুরিতে দাপুটে জয় রংপুরের

শুরুতে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স তুললো দুইশ ছাড়ানো সংগ্রহ। হাফ সেঞ্চুরি পেলেন রনি তালুকদার ও জাকির হাসান।
শেষটা দারুণ করলেন অ্যারন জোন্স ও জাকের আলী। কিন্তু তাদের ওই রান যথেষ্ট হয়নি একদমই। অ্যালেক্স হেলসের সেঞ্চুরি ও সাইফ হাসানের ঝড়ে সহজেই ম্যাচ জিতেছে রংপুর রাইডার্স।
সোমবার বিপিএলের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর। শুরুতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করে সিলেট। পরে ওই রান তাড়ায় নেমে এক ওভার আগেই জেতে রংপুর। এই ম্যাচে সবমিলিয়ে ৩১টি ছক্কার দেখা মিলেছে। যা বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।