ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


হেনরি-ইয়াংয়ের দাপটে পাত্তাই পেলো না শ্রীলঙ্কা


৫ জানুয়ারী ২০২৫ ১১:৩১

সংগৃহিত

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও নিউজিল্যান্ডের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারছে না শ্রীলঙ্কা। আধিপত্য দেখিয়ে প্রথম ওয়ানডেতে লঙ্কানদের ৯ উইকেটে হারিয়ে সিরিজে দারুণ সূচনা করেছে নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে কিউইদের ফাস্ট বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীদের টপ অর্ডার। বেসিন রিজার্ভের সবুজ পিচে দশ ওভারের মধ্যে ২৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সফরকারী দল। তার পর ইনিংস মেরামতে মনোযোগ দেন আভিষ্কা ফার্নান্ডো। জেনিথ লিয়ানাগের সঙ্গে মিলে যোগ করেন ৮৭ রান। লিয়ানাগে (২২) ফিরলে ভাঙে গুরুত্বপূর্ণ জুটি। একই স্কোরে ফিরে যান আভিষ্কাও। বিদায়ের আগে ৬৩ বলে ৬ চার ও ১ ছক্কায় উপহার দেন ৫৬ রানের সর্বোচ্চ ইনিংস। তার পর দিশা হারায় লঙ্কানদের ইনিংস। চামিদু বিক্রমাসিংহে (২২) ও ওয়ানিন্দু হাসারাঙ্গার (৩৫) ৪৮ রানের জুটিই ছিল সর্বশেষ প্রতিরোধ। তারা সাজঘরে ফিরলে ৪৩.৪ ওভারে ১৭৮ রানে শেষ হয় লঙ্কানদের ইনিংস।

কিউইদের হয়ে বল হাতে সর্বনাশটা করেছেন ম্যাট হেনরি। ১৯ রানে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরাও তিনি। দুটি করে নিয়েছেন জ্যাকড ডাফি ও নাথান স্মিথ।

তার পর কিউইদের টপ থ্রিয়ের ব্যাটিংয়ে ২৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল। ওপেনিং জুটিতে রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং ৯৩ রান যোগ করেছেন। রবীন্দ্র ৫ রানের জন্য ফিফটি পাননি। ৩৬ বলে উপহার দেন ৪৫ রানের ইনিংস। তাতে ছিল ৬টি চার ও ১টি ছয়ের মার। তবে শুরু থেকে আগ্রাসী ব্যাটিংয়ে দলকে জয়ের পথে রেখেছেন মূলত ইয়াং। তিনিও আক্ষেপ নিয়ে অপরাজিত ছিলেন ৯০ রানে। তার ৮৬ বলের ইনিংসে ছিল ১২টি চার। তাছাড়া মার্ক চ্যাপম্যান ২৯ রানে অপরাজিত ছিলেন।