ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ


৫ নভেম্বর ২০১৮ ২১:৪৭

জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসে ৮ উইকেট নেয়ার কীর্তি ছিল তাইজুল ইসলামের। সেই জিম্বাবুয়ের বিপক্ষেই ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো টেস্টে ১০ উইকেট নিলেন তাইজুল। সিকান্দার রাজাকে বোল্ড করে তার নতুন কীর্তি গড়ার সঙ্গে ম্যাচে প্রাণ ফিরে পাচ্ছে বাংলাদেশও।

আগের ওভারের শেষ দুই বলে উইকেট নিয়েছিলেন তাইজুল। পরের ওভারের প্রথম বল ডিফেন্স করে বাঁহাতি স্পিনারের হ্যাটট্রিক ঠেকিয়ে দেন রাজা। এক বল পরেই তার উইকেট তুলে নেন টাইগার স্পিনার। বোল্ড করে সাজঘরের পথ দেখান রাজাকে।

বাংলাদেশকে ৩২১ রানের টার্গেট দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। তৃতীয় দিনের চা বিরতির পর জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৮১ রানে। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের শেষ ব্যাটসম্যান চাতারাকে লেগ বিফরের ফাঁদে ফেলে পঞ্চম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিলেন তাইজুল ইসলাম। এই টেস্টের দুই ইনিংসেই পাঁচ উইকেট শিকারের মাইলস্টোন গড়েন। এই টেস্টে জিম্বাবুয়ের ২০ উইকেটের তাইজুলের শিকার ১১ উইকেট।

চা বিরতির পর ওয়েলিংটন মাসাকাদজাকে লেগ বিফরের ফাঁদে ফেলে ৩৫ রানের জুটি ভাঙেন মিরাজ। ৬৫ তম ওভারে নাজমুল ইসলাম অপু চাকাবা ও মাভুতাকে আউট করে লিড বাড়াতে দেন নি।

এর আগে বাংলাদেশকে প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট করে ১৩৯ রানের লিড নেয় জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন কোন উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ১ রান যোগ করায় তাঁদের লিড ছিল ১৪০ রানের। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই সফরকারীদের ২৮২ রানে অলআউট করে দারুণ শুরু করে বাংলাদেশ। কিন্তু ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় শেষ দুই সেশনে মাত্র ১৪৩ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা।


সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ। দিনের ১১ তম ওভারে মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার ব্রায়ান চারি। ৩৩ বলে মাত্র ৪ রান করেন চারি। ইমরুল কায়েসের অসাধারণ এক ক্যাচে সদ্য নামা টেইলরকে ফেরান প্রথম ইনিংসের সেরা বোলার তাইজুল। টেইলর ২৫ বলে ২৪ রান করেন। লাঞ্চের আগেই প্রথম সেশনে মাত্র ২ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করে সফরকারী জিম্বাবুয়ে। লাঞ্চ বিরতি পর্যন্ত জিম্বাবুয়ের লিড দাঁড়ায় ২৩০ রান।


লাঞ্চের পর ভয়ংকর হয়ে ওঠা জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে লেগ বিফরের ফাঁদে ফেলে নিজের দ্বিতীয় শিকার বানান মেহেদী হাসান মিরাজ। ১০৪ বলে ৭ চারে ৪৮ রানের ইনিংস খেলেন মাসাকাদজা। লাঞ্চের পর নিজের করা ১২ তম ওভারের শেষ দুই বলে জিম্বাবুয়ের প্রথম ইনিংসের সর্বোচ্চ রানের মালিক শন উইলিয়ামস ও পিটার মুরকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন তাইজুল ইসলাম। উইলিয়ামস ৬৫ বলে ২০ রান ও মুর গোল্ডেন ডাক করেই ফিরে যান। এক ওভার পড়েই বোলিংয়ে এসে বোল্ড করেন বিপদজনক হয়ে উঠা সিকান্দার রাজাকেও। সেই সঙ্গে প্রথমবারের মতো এক টেস্টে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন তাইজুল। রাজা ৩০ বলে ২৫ রানের ইনিংস খেলেন। চা বিরতি পর্যন্ত ৩০৪ রানে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে।

১৩০ রানে ষষ্ঠ উইকেট হারালেও সফরকারীদের লিড হয়ে গেছে ২৯৪ রান। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ১৪৩ রানে। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করে ২৮৩ রান।

প্রথম ইনিংসে ৬ উইকেট নেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন। পরপর দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। শন উইলিয়ামসকে বোল্ড করার পর পিটার মুরকেও ফেরান খাতা খোলার আগে। হ্যামিল্টন মাসাকাদজার পর উইকেট বিলিয়ে দেন উইলিয়ামসও। তাইজুল ইসলামকে রিভার্স সুইপ করতে গিয়ে ফেরেন বোল্ড হয়ে।

নিজের অভিষেক টেস্ট ইনিংসে তাইজুল নিয়েছিলেন পাঁচ উইকেট। প্রথম ৫ উইকেট শিকার করেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। পরে আরও দুবার পান ৫ উইকেটের দেখা। তিন বছর ধরে ৫ উইকেটের দেখা আর মিলছিল না। গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে তিনবার পেয়েছিলেন ৪টি করে উইকেট।

এদিন ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন মাসাকাদজা। কিন্তু শেষঅবধি উইকেট উপহার দিয়ে ফেরেন জিস্বাবুয়ে অধিনায়ক। মেহেদী হাসান মিরাজকে রিভার্স সুইপ করতে যান। লাইন মিস করেন পুরোপুরি। বল লাগে পায়ে, এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দিতে খুব সময় নেননি আম্পায়ার। ৪৮ রান করেন মাসাকাদজা।

সোমবার সকাল সকালই জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশকে শুরুর উইকেট এনে দেন মিরাজ। জিম্বাবুয়ের দলীয় স্কোর যখন ১৯, তখন ব্রায়ান চারিকে বোল্ড করেন ডানহাতি এ অফস্পিনার। ধীরস্থির ব্যাটিং করা চারি ৩৩ বলে করতে পারেন ৪ রান।

তবে ক্রিজে নেমেই রান বাড়ানোর দিকে নজর দেন ব্রেন্ডন টেলর। বেশ চালিয়ে খেলছিলেন। ২৫ বলে ২৪ রান করে টেলর যখন বিপজ্জনক হয়ে উঠছিলেন তখনই তাকে থামান তাইজুল। দলীয় ৪৭ রানের সময় ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জিম্বাবুয়ের উইকেটকিপার-ব্যাটসম্যান।