ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


স্পিনাদের দাপটে কাবু জিম্বাবুয়ে


৫ নভেম্বর ২০১৮ ২০:৫৯

জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস কম রানের মধ্যে বেঁধে ফেলার মিশনে আজ সকাল থেকেই ব্যাকফুটে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে তাইজুল ইসলাম এবং মেহেদী মিরাজের স্পিন বিষে ভেঙে পড়েছে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ।এর মধ্যে তাইজুল এই টেস্টে ১০ উইকেট সংগ্রহ করেছে।এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ১৫৮ রান।

বিনা উইকেটে ১ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। তাদের প্রথম ৪৫ মিনিট বেশ ভালোই কেটেছিল। এরপর দলীয় ১৯ রানে মেহেদী মিরাজ ব্রায়ান চারিকে (৪) বোল্ড করে দিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন। উদ্বোধনী জুটি ভাঙার পর অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরকে নিয়ে জুটি গড়ার পথে ছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। দ্বিতীয় উইকেট জুটিতে ২৮ রান আসতেই তাইজুল ইসলামের বলে টেইলরের (২৪) দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ইমরুল কায়েস।জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন ঘটান মিরাজ। ১০৪ বলে ৪৮ রান করা অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। তারপর আবারও তাইজুলের আঘাত। বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন শেন উইলিয়ামস (২০)। প্রথম ইনিংসে অপরাজিত হাফ সেঞ্চুরি করা পিটার মুরকেও (০) লিটন দাসের তালুবন্দি করেন তাইজুল। ফিরতি ওভারে এসে এই স্পিনার বোল্ড করে দেন বিপজ্জনক সিকান্দার রাজাকে (২৫)।

এর আগে গতকাল রবিবার ম্যাচের দ্বিতীয় দিনের জিম্বাবুয়ের ২৮২ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে ১৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এই ধস আর থামানো যায়নি। শেষ দুই সেশন শেষ না হতেই ১৪৩ রানে অল-আউট হয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।এই টেস্টে অভিষিক্ত হওয়া আরিফুল হক খেলেছেন সর্বোচ্চ ৪১ রানের অপরাজিত ইনিংস।