রেফারির কারণে জয় বঞ্চিত রিয়াল মাদ্রিদ!

লা লিগায় রক্ষণের ভুলের মাশুল দিয়েছে রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়েকানোর সঙ্গে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে। তাতে লিগ লিডার বার্সেলোনাকে পেছনে ফেলার সুযোগ হারিয়েছে তারা। অবশ্য ম্যাচের পর বিতর্কিত এক পেনাল্টি নিয়ে রেফারিংকেই দুষেছে মাদ্রিদের অভিজাতরা। ম্যাচের পর সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছে, এই ম্যাচে তারা জয় পেতে পারতো।
অবশ্য ম্যাচের শুরুতেই দুই গোলের অগ্রগামিতা পেয়ে যায় ভায়েকানো। ৪ মিনিটে তাদের এগিয়ে দেন উনাই লোপেজ। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান আব্দুল মুমিন। তবে গোল শোধ দিতে খুব বেশি সময় নেয়নি লস ব্লাঙ্কোস। ৩৯ মিনিটে ফেডেরিকো ভালভারদের গোলের পর ৪৫ মিনিটে স্কোর ২-২ করেছেন জুড বেলিংহ্যাম। ৫৬ মিনিটে রদ্রিগোর গোল এগিয়ে দিয়েছিল তাদের। কিন্তু আট মিনিট স্থায়ী ছিল ৩-২ স্কোর লাইন। ৬৪ মিনিটে রায়োকে সমতায় ফেরান ইসি পালাজন।
তবে ৭৫ মিনিটে ভিনিসিয়ুসের ওপর মুনিমের কড়া চ্যালেঞ্জ নিয়েই হচ্ছে সমালোচনা। ওই চ্যালেঞ্জে রেফারি হুয়ান মার্টিনেজ মুনুয়েরা পেনাল্টি না দেওয়ায় তাকে আক্রমণ করেছে রিয়াল মাদ্রিদ। সোশ্যাল মিডিয়ায় রেফারিকে নিয়ে স্প্যানিশ জায়ান্টরা লিখেছে, ‘বিতর্কিত রেফারিং মাদ্রিদকে জয় বঞ্চিত করেছে।’ তাছাড়া তাদের ওয়েব সাইটেও বলা হয়,‘ম্যাচের সবচেয়ে বিতর্কিত অংশটা ছিল ৭৫ মিনিটে। ভিনিসিয়ুস জুনিয়রকে বিপজ্জনক অঞ্চলে স্পষ্টভাবে মুনিম ফেলে দিয়েছে। কিন্তু মার্টিনেজ মুনুয়েরা পেনাল্টির সিদ্ধান্ত দেয়নি। এমনকি ভার রেফারি পাবলোর পক্ষ থেকেও কোনও সতর্কতা আসেনি।’
মাদ্রিদ এই মৌসুমে রেফারিং নিয়ে অতি মাত্রায় সরব। প্রায়ই ক্লাবের টিভি চ্যানেলে সেসবের ফুটেজ প্রকাশ করে রেফারিদের ভুল তুলে ধরছে।
এই ম্যাচের পর রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও বলেছেন পেনাল্টির কথা, ‘রিপ্লে দেখে আমার কাছে এটা স্পষ্ট পেনাল্টি মনে হয়েছে।’
ড্র করায় বার্সার ওপর চাপ তৈরির সুযোগটা হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ১৭ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।