ঢাকা রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১


গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স


৭ ডিসেম্বর ২০২৪ ০৯:১২

সংগৃহিত

রিশাদ হোসেনের বলে ক্যাচ তুলে দিলেন জ্যাকসন স্মিথ। এলো সেই মাহেন্দ্রক্ষণ।

প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় পৌঁছে যাওয়া রংপুর রাইডার্স পরলো চ্যাম্পিয়নের মুকুট। ধারাবাহিকতা ধরে রাখার ফলও হয়তো পেল ফ্র্যাঞ্চাইজিটি।

শনিবার সকালে গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান করে রংপুর। ওই রান তাড়া করতে নেমে ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। ২০১৭ সালে বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আবার শিরোপার স্বাদ পেল বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক এই ফ্র্যাঞ্চাইজিটি।