ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


মিরাজের পরই তাইজুলের আঘাত


৫ নভেম্বর ২০১৮ ১৭:১৭

ফাইল ফটো

সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুতেই উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। দিনের ১১তম ওভারে ওপেনার ব্রায়ান চারিকে বোল্ড করেন মিরাজ। চারি মাত্র ৪ রান করেছেন ৩৩ বলে। এরপরই ক্রিজে আসেন অভিজ্ঞ টেইলর। তাকে ফিরিয়ে দিয়েছেন তাইজুল ইসলাম। এখন নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে রয়েছেন উইলিয়ামস। জিম্বাবুয়ের লিড দাঁড়িয়েছে ১৮৬ রানে।

এর আগে বাংলাদেশকে প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট করে জিম্বাবুয়ে লিড পায় ১৩৯ রানের। দ্বিতীয় দিন কোন উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ১ রান যোগ করায় তাঁদের লিড ছিল ১৪০ রানের। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই সফরকারীদের ২৮২ রানে অলআউট করে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দলের টপ অর্ডার ও মিডল অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় শেষ দুই সেশনে মাত্র ১৪৩ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৮২/১০ (১১৭.৩ ওভার)

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৪৩/১০ ( ৫১ ওভার)

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ৪৭/২ (১৯ ওভার)