ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন রাজিন সালেহ


৪ নভেম্বর ২০১৮ ২১:১৯

দীর্ঘ দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ। দুই দশকের বেশি সময় ঘরোয়া ক্রিকেটে খেলা এই ক্রিকেটার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সে যখন বিদায়ের ঘোষণা দিচ্ছিলেন তার চোখে তখন বিদায়ের অশ্রু।

সিলেট স্টেডিয়ামের অভিষেক টেস্টের বিশেষ সম্মাননায় অংশ নিয়ে রাজিন সালেহ আসেন প্রেসবক্সে। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বিদায় বেলায় রাজিন সালেহ অশ্রুসিক্ত নয়নে বলেন, আপনারা সবাই আমাকে সমর্থন দিয়েছেন, ক্রীড়া সাংবাদিকদের লেখনিতেই আমি রাজিন সালেহ হয়েছি। আমার পরিবার, বন্ধু স্বজনসহ সমর্থকদের জন্যই আমি আজকের রাজিন সালেহ। এনসিএলের ম্যাচ দিয়ে আমি প্রতিযোগিতা মূলক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।

অবসর জীবনে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকতে চান জানিয়ে রাজিন সালেহ বলেন, ক্রিকেট ক্যারিয়ার শেষে আমি ক্রিকেটের সঙ্গেই থাকতে চাই। কোচ হিসেবে কাজ করতে চাই দেশের ক্রিকেটের জন্য।

দুপুর সোয়া ১টায় প্রেসবক্সে আসেন রাজিন সালেহ। আগেই জানিয়ে দেন, প্রেসবক্সে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। জানাবেন ক্যারিয়ারের শেষ করার সিদ্ধান্তটি।

এমএ