ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ভেলকি দেখাল জিম্বাবুয়ে


৪ নভেম্বর ২০১৮ ২০:৫৬

জিম্বাবুয়েকে গুটিয়ে দেয়ার পর প্রথম ইনিংসে বিপদে পড়েছে বাংলাদেশ। ১৯ রান তুলতে সাজঘরে ফিরে যান চার ব্যাটসম্যান। চা বিরতি পর্যন্ত বিদায় নেন আরেকজন। রান উঠেছে ৭৪।

সিলেট স্টেডিয়ামে প্রথম টেস্টে জিম্বাবুয়ে টস জিতে আগে ব্যাট করতে নামে। দ্বিতীয় দিন প্রথম সেশন নাগাদ দলটি ২৮২ রানে অলআউট হয়। ছয় উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।

বাংলাদেশ চতুর্থ ওভারে ইমরুল কায়েসকে হারায়। চাতারা বোল্ড করেন তাকে। ওয়ানডেতে তিন ম্যাচে দুটি শতক হাঁকানো এই ওপেনার ১৩ বলে ৫ করে বিদায় নেন।
নবম ওভারে ফেরেন লিটন দাস। জারভিসের বলে উইকেটরক্ষক চাকাভার হাতে ক্যাচ দেন তিনি। ২৫ বলে ৯ করে যান।

পরের ওভারে ফেরেন নাজমুল হোসেন শান্ত। চাতারার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে পথ ধরেন। ৫ বলে ৫ রান করে যান তিনি। শান্তর পর এসেই বিদায় নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ (০)। দ্বিতীয় বলে চাতারার ডেলিভারিতে বোল্ড হন।

এরপর মুমিনুলকে নিয়ে হাল ধরেন মুশফিকুর রহিম। কিন্তু দুজনের জুটি ৩০ রানের বেশি স্থায়ী হয়নি। ১৯তম ওভারে মুমিনুলকে বিদায় করেন সিকান্দার রাজা। ৩৮ বলে এক চারে ১১ করেন তিনি।

এমএ/আরআর