ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


তাইজুল আতঙ্কে ২৮৬ থামলো জিম্বাবুয়ে


৪ নভেম্বর ২০১৮ ১৯:১৪

ফাইল ফটো

দ্বিতীয় দিনে মাত্র ৪৬ রান যোগ করে তাইজুল ঝড়ে ২৮৬ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ের প্রথম ইনিংস।
প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেটে ২৩৬ রান তুলেছিল অতিথি দলটি। দ্বিতীয় দিনেও শুরুটা ভালোই করেছিল। দুই ব্যাটসম্যান পিটার মুর ও রেজিস চাকাভা সতর্কভাবেই খেলছিলেন। এরপরই হঠাৎ ব্যাটিং ধস নামে।আজ রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনে জিম্বাবুয়ে যোগ করেছে করেছে মাত্র ৪৬ রান।স্পিনার তাইজুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ে এই ব্যাটিং ধস নামে তাদের।দ্বিতীয় দিনে তাইজুল একাই নিয়েছেন চার উইকেট। আগেরদিনও প্রথম দুটি উইকেট নিয়েছিলেন তিনি। মোট ছয় উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের সবচেয়ে বড় আতঙ্ক হয়েছিলেন তিনি।
অবশ্য ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে শুরুতেই চাপে পড়ে যায়। পরে অবশ্য শন উইলিয়ামসের ব্যাট হাতের দৃঢ়তায় কিছুটা ঘুরে দাঁড়ায় তারা। কিন্তু শতকের কাছাকাছি গিয়ে মাহমুদউল্লাহর শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। চার উইকেট হারিয়ে দল যখন কিছুটা চাপে, তখন প্রতিরোধ গড়েছিলেন উইলিয়ামস। সাজঘরে ফেরার আগে তিনি ১৭৩ বলে ৮৮ রান করেন।
এর আগে ব্রায়ান চারি ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফেরেন। তাঁকে সরাসরি বোল্ড করেন স্পিনার তাইজুল ইসলাম। বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলরও। ব্যক্তিগত ৬ রানে আউট হন তিনি। তিনিও তাইজুলের শিকার। মাসাকাদজা সাজঘরে ফেরার আগে করেন ৫২ রান। সিকান্দার রাজা করেন ১৯ রান। আর রেজিস চাকাভা ২৮ ও মাসাকাদজা ৪ রান করে সাজঘরে ফিরেন। তবে পিটার মোর শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের ইনিংসটাতে তিন শতকের কাছাকাছি নিতে সবচেয়ে বড় অবদান রাখেন। তিনি হার না মানা ৬৩ রান করেন।
জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে অলরাউন্ডার আরিফুল হক ও স্পিনার নাজমুল ইসলাম অপুর। আরিফুল চলমান সিরিজের শেষ ওয়ানডেতে জাতীয় দলের হয়ে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন। এবার সিলেটে টেস্ট ম্যাচেও অভিষেক হয় তাঁর।
এমএল