ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


অঙ্কনের অভিষেক, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


২৯ অক্টোবর ২০২৪ ১০:২২

ফাইল ফটো

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস হেরে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহিদুল ইসলাম অঙ্কনের।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৬ ইনিংসে ৩০.৬৯ গড়ের অধিকারী মহিদুলকে গতকাল জাকের আলী অনিকের বদলি হিসেবে দলে নেওয়া হয়। অনুশীলনের সময় মাথায় আঘাত পাওয়ায় অনিক এই ম্যাচে খেলতে পারছেন না।

অসুস্থতার কারণে লিটন দাস এবং স্পিনার নাইম হাসানকে বাদ দিয়ে বাংলাদেশ দলে আরও দুটি পরিবর্তন আনা হয়েছে। তাদের জায়গায় খেলছেন জাকির হাসান এবং পেসার নাহিদ রানা।

 

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও তাদের দলে দুটি পরিবর্তন এনেছে। ব্রেটজকে এবং পিডটের জায়গায় খেলছেন মুথুস্বামী এবং প্যাটারসন।

ঢাকা টেস্টে ৭ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচটি অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর শেষ টেস্ট হতে পারে। তিনি বোর্ডকে জানিয়েছেন যে এই সিরিজের পর তিনি অধিনায়কত্ব ছাড়তে চান।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, জাকির হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মহিদুল ইসলাম অঙ্কন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, মুথুস্বামী, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), ওয়িয়ান মুল্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, প্যাটারসন।