ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


মেসির গোলহীন ম্যাচে জিতল মায়ামি


২৬ অক্টোবর ২০২৪ ১২:৩১

ফাইল ফটো

আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে নিজের চেনা ছন্দে থাকলেও জালের দেখা পাননি লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা ম্যাচে নিয়েছিলেন মোট নয়টি শট, লক্ষ্য বরাবর ছিল ছয়টি। অধিনায়ক লক্ষ্যভেদে সক্ষম না হলেও ২-১ গোলে জয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

 

বাংলাদেশ সময় শনিবার সকালে চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকার ইস্টার্ন কনফারেন্স কোয়ার্টার-ফাইনাল প্লে অফ সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় মিনিটেই মায়ামি লিড পায়। ডিয়েগো গোমেজের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন লুইস সুয়ারেজ। ৩৯ মিনিটে আটালান্টাকে সমতায় ফেরান সাবা লবজানিদজে।

 

বিরতিত পর ৬০ মিনিটে মেসির কাছ থেকে বল নিয়ে ৩০ গজ দূর থেকে বাঁ -পয়ের ক্ষিপ্রগতির শটে গোল করেন জর্ডি আলবা। এরপর ম্যাচের বাকি সময় লিড ধরে রাখে মায়ামি।