ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


খেলার মাঝেই মাঠে ঢুকে মুশফিক ভক্তের কাণ্ড (ভিডিও)


৩ নভেম্বর ২০১৮ ২৩:৩৪

প্রিয় তারকাদের এক নজর দেখতে কিংবা তাদের সান্নিধ্যে যেতে কে না চায়। পছন্দের তারকাদের জন্য ভক্তরা একটু পাগলামি করবে না তা কি হয়! প্রিয় খেলোয়াড়ের জন্য মাঠে দর্শকদের ঢুকে পড়াটা তাই খুব একটা অপরিচিত ঘটনা নয়। মেসি-রোনালদোর জন্য ফুটবল মাঠে এরকম দৃশ্য অনেকবারই দেখা গেছে। সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টেও দেখা গেল তেমন একটি দৃশ্য। এবার টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের দিকে ছুটে গেলেন তার এক খুদে ভক্ত।

নান্দনিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সিরিজের প্রথম টেস্ট। একদিকে টিলা, আরেকদিকে চায়ের বাগান, মাঝখানে দৃষ্টিনন্দন স্টেডিয়াম। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট চালাচ্ছে সফরকারীরা। এদিকে খেলা গড়ানোর খানিক পরই মাঠে ঢুকে পড়ে এক খুদে ভক্ত।

সবাইকে অবাক করে দিয়ে ক্রেজি সেই ভক্ত দৌড়ে এসে জড়িয়ে ধরে মুশফিকুর রহিমকে। মিস্টার ডিপেন্ডেবলও তাকে বুকে টেনে নেন আদরের সঙ্গেই। এ দৃশ্য দেখে খেলা থামিয়ে দেন আম্পায়ার। পরে নিরাপত্তাকর্মীরা এসে সেই ভক্তকে টেনে বের করেন।

মুশফিককে জড়িয়ে ধরার সেই দৃশ্যের ভিডিও...