মুল্ডারের জোড়া আঘাত, ফিরলেন মুমিনুল

তিন নম্বরে ব্যাটিংয়ে নামা মুমিনুল হক বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ব্যক্তিগত মাত্র ৪ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে দলকে চাপে ফেলেছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ১৬ রান। মাহমুদুই হাসান জয় ৫ ও নাজমুল হোসেন শান্ত ৩ রানে ক্রিজে আছেন।
মিডল স্টাম্প বরাবর গুড লেন্থে ভালো এক ডেলিভারি করেছিলেন উইয়ান মুল্ডার, তাতে ছিল সামান্য সুইং। লেগ সাইডে খেলতে যাওয়া মুমিনুলের ব্যাটে বল হালকা ছুঁয়ে উইকেটরক্ষণ কাইল ভেরেইন্নের গ্লাভসবন্দি হয়।
তার আগে মিরপুর টেস্টের দ্বিতীয় ওভারেই নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। মুল্ডারের অফ স্টাম্পের বাইরের লেন্থ ডেলিভারি অযথাই মারতে যান সাদমান। দ্বিতীয় স্লিপে থাকা এইডেন মার্করামের ক্যাচ নিতে মোটেও বেগ পেতে হয়নি।
সোমবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টাইগারদের হয়ে জাকের আলী অনিকের হয়েছে টেস্ট অভিষেক।