এমবাপ্পে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে জিতল রিয়াল

এস্তাদিও আবাঙ্কা-বালাইডোসে সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলের জিতেছে রিয়াল মাদ্রিদ। এ জয়ের ফলে লা লিগার টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্ট নিয়ে আসর জমিয়ে তুলেছে লস ব্লাঙ্কোসরা।
বার্সা ৯ ম্যাচে পেয়েছে ২৪ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা রিয়াল সমান পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে দুইয়ে রয়েছে।
শনিবার রাতে ম্যাচের ২০ মিনিটে এডুয়ার্ডো কামাভিঙ্গার অ্যাসিস্টে বল নিয়ে ডানপায়ের দূরপাল্লার শটে বল জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের হয়ে উয়েফা নেশন্স লিগে না খেলে বিশ্রামে কাটানো এই ফুটবলার নিজের চেনা ছন্দে ছিলেন।
বিরতির পর ৫১ মিনিটে উইলিয়ট সুইডবার্গের ডানপায়ের লক্ষ্যভেদে ম্যাচে সমতা টানেন। চোটের কারণে ব্রাজিলের জার্সিতে সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে না খেলা ভিনিসিয়ুস জুনিয়র ৬০ মিনিটের মাথায় লুকা মদ্রিচের বাড়ানো বলে ডানপায়ে নিশানাভেদ করেন।