ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


চাপ থেকে বেরিয়ে পাল্টা আক্রমণ জিম্বাবুয়ের


৩ নভেম্বর ২০১৮ ২১:৩৯

শন উইলিয়ামসের ফিফটিতে ভর করে প্রথম দিনের চা বিরতি পর্যন্ত ৬২ ওভারে জিম্বাবুয়ে সংগ্রহ করেছে ৪ উইকেটে ১৪৯ রান। পঞ্চম উইকেট জুটিতে তাকে বেশ ভালো ভাবেই সঙ্গ দিচ্ছেন পিটার মুর। ৪৪ টি বল মোকাবেলা করে ৫ রানে অপরাজিত থেকে চা বিরতিতে যান তিনিও। এদিকে শন উইলিয়ামসের আক্রমণে এগোচ্ছে জিম্বাবুয়ে। বাংলাদেশের স্পিনারদের কাছ থেকে রান বের করা সহজ হচ্ছে না সফরকারীদের ব্যাটসম্যানদের। ২০ রানের ছোট এই জুটিতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা বল খরচ করেছেন ৮৭টি।

এদিকে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের ৮ম ভেন্যু হিসেবে টেস্ট অভিষেক হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের।

বাংলাদেশ একাদশে অভিষেক হয় পেস অলরাউন্ডাড় আরিফুল হক ও স্পিনার নাজমুল ইসলাম অপুর। ম্যাচে তিনজন জেনুইন স্পিনার ও একজন জেনুইন পেসার নিয়ে মাঠে নামে বাংলাদেশ।

ওয়ানডে ফরম্যাটে নিজেদের সেরাটা মাঠে দিতে পারেনি জিম্বাবুয়ে। টেস্টে ভালো খেলার প্রত্যয়ে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল দুই ওপেনার ব্রায়ান চারি ও হ্যামিল্টন মাসাকাদজা। কিন্তু দিনের ১১ তম ওভারে স্পিনার তাইজুলের বলে চারি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ৩১ বল মোকাবেলা করে ১৩ রান করেন চারি। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে ১৭ তম ওভারে মাত্র ৬ রান করে তাইজুলের বলেই ক্যাচ দিয়ে আউট হন অভিজ্ঞ টেইলর।

দিনের শুরুতে দেখে শুনে খেলে প্রায় সাড়ে ৩ গড়ে রান করে সফরকারীরা। বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেন পেসার আবু জায়েদ রাহি ও স্পিনার তাইজুল ইসলাম। তৃতীয় ওভারেই রাহির বলে পরাস্ত হয়েছিলেন মাসাকাদজা, টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ্‌ রিভিউ নিলেও বাংলাদেশের পক্ষে আসেনি সেই রিভিউ।

জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাদজার অর্ধ শতকে প্রাথমিক ধাক্কা সামলে লড়ছে জিম্বাবুয়ে। মাসাকাদজা শুরুতে আগ্রাসী থাকলেও ধীরে ধীরে পিচের সঙ্গে নিজেকে মানিয়ে নেন। প্রায় দ্বিগুণ বল খেলে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন শন উইলিয়ামস। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে এ দুই ব্যাটসম্যান করেছেন ৩৮ রানের জুটি। মাসাকাদজা ৯৯ বলে ৫২ ও উইলিয়ামস ৪১ বলে ১৩ রানে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশের পক্ষে একমাত্র সফল বোলার স্পিনার তাইজুল ইসলাম। ব্রায়ান চারি ও টেইলরকে দিনের শুরুতেই তুলে নেন তাইজুল। ১৩ ওভার বল করে তাইজুল ৪৩ রানের বিনিময়ে নেন দুই উইকেট।

লাঞ্চ বিরতির পর প্রথম ওভারেই ভয়ঙ্কর হয়ে ওথা জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার উইকেট তুলে নিলেন সিলেটের লোকাল বয় আবু জায়েদ রাহি। দিনের প্রথম সেশনে দুর্দান্ত খেলা মাসাকাদজা লাঞ্চ বিরতির পর প্রথম ওভারেই রাহির বল মোকাবেলা করতে হিমশিম কেতে থাকে এবং ওভারের শেষ বলে লেগ বিফরের ফাঁদে পড়ে। জিম্বাবুয়ের দুইটি রিভিউ থাকা সত্ত্বেও দলের সেরা ব্যাটসম্যান রিভিউ কাজে লাগান নি। ১০৫ বলে ৫২ রানের ইনিংস খেলেন মাসাকাদজা। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন সিকান্দার রাজা।

সিকান্দার রাজাকে বোল্ড করে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট উদযাপন করলেন অভিষেক হওয়া স্পিনার নাজমুল ইসলাম অপু। দিনের ৪৮ তম ওভারে উইলিয়ামস ও রাজার ৪৪ রানের জুটি ভাঙেন অপু। ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেট পান নিজের ব্যক্তিগত চতুর্থ ওভারেই। নতুন ব্যাটসম্যান হিসেবে শন উইলিয়ামসকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন পিটার মুর।

স্কোর:

জিম্বাবুয়ে- ১৪৯/৪ (৬২ ওভার)

এমএ