ঢাকা শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


হাথুরুসিংহেকে বরখাস্ত করল বিসিবি


১৫ অক্টোবর ২০২৪ ১৬:১০

ফাইল ফটো

বিসিবির ডাকা আকস্মিক সংবাদ সম্মেলন ডাকার পর অনুমানের ডালপালা মেলতে থাকে।চন্ডিকা হাথুরুসিংহে ইস্যুতে সিদ্ধান্ত জানাতেই নাকি এমন ঘোষণা। গুঞ্জনকে সত্য প্রমাণিত করে   জাতীয় ক্রিকেট দলের হেড কোচকে বরখাস্তের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্রিকেট বোর্ড।

 

মঙ্গলবার দুপুরে বোর্ড সভাপতি ফারুক আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে বিসিবির বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাথুরুসিংহের প্রসঙ্গে ফারুক বলেছিলেন, 'দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা জাতীয় দলের ক্ষেত্রে বলতে পারব না…।'

 

উল্লেখ্য, ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলংকার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩৫ হাজার ডলারে তার সঙ্গে চুক্তি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। যে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।

 

চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করেই হাথুরুসিংহে বরখাস্ত হলেন। সেক্ষেত্রে অবশ্য বড় অংকের জরিমানা দেয়ার কথা উঠতে পারে। যদিও চলতি মেয়াদে নিজের প্রাপ্য ছুটির চেয়েও বেশ অনেকটা দিন বেশি ছুটি নিয়েছেন এ কোচ।

 

এছাড়া দলের মাঝে বিভাজন এবং অসাদাচারণের কিছু অভিযোগও চন্ডিকা হাথুরুসিংহের নামের পাশে রয়েছে। সেই সঙ্গে আইসিসি ইভেন্টে তার ব্যর্থতাও আলোচনার টেবিলে ছিল।