টি-টোয়েন্টিতে সাকিববিহীন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ
-2024-10-06-13-39-07.png)
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে নাজমুল শান্তর দল। আজ রবিবার (৬ অক্টোবর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। আর এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে সাকিববিহীন যুগে প্রবেশ করতে যাচ্ছে। কানপুর টেস্টের আগেই বিশ্বসেরা অলরাউন্ডার সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সাকিব জানিয়েছেন, বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটি তার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বরাবরই ব্যর্থ বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও তার ব্যতিক্রম নয়। তাই এবার ভালো কিছু করতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের। টানা ১৫টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত গৌতম গম্ভীরের শিষ্যরা। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বর্তমান চ্যাম্পিয়নও ভারত। তাদের হারাতে হলে সেরাটা দেওয়ার বিকল্প নেই। জিততে হলে পারফর্ম করতে হবে। বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়ও মনে করেন এমনটিই।