বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
-2024-10-04-15-05-15.png)
ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী রোববার টুর্নামেন্টের দশম আসরের ফাইনাল মাঠে গড়াবে।
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। খেলাটি বিনামূল্যে সারবিশ্বের ফুটসালভক্তরা সরাসরি দেখতে পারবেন। ফিফা প্লাস মহারণটি সরাসরি সম্প্রচার করবে।
আসরে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘ এক যুগ পর এবার সেলেসাওরা ফাইনালে পা রেখেছে। এ পর্যন্ত একবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে আলবিসেলেস্তেরা।
‘বি’ গ্রুপ থেকে অংশ নিয়ে নিজেদের প্রথম খেলায় কিউবাকে ১০ গোলে, দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়া ৮-১ গোলে এবং তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল।
এ পর্বে সেলেসাওরা প্রতিপক্ষ হিসেবে পায় মধ্য আমেরিকার দেশ কোস্টারিকাকে। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকাকে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
কোয়ার্টারে মরক্কোর বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। সেমিতে ইউক্রেনকে ৩-২ গোলে হারায় সেলেসাওরা।
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭-১ গোলে হারায় আর্জেন্টিনা। এরপর আফগানিস্তানকে ২-১ এবং অ্যাঙ্গোলাকে ৯-৫ গোলে হারায় আলবিসেলেস্তেরা।
রাউন্ড অব সিক্সটিনে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। শেষ আটে কাজাখস্তানকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে সেমিতে পা দেয়। শেষ চারের লড়াইয়ে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে কাটে ফাইনালের টিকিট।