ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নিজেকে কি মেলে ধরতে পারবেন লিটন?


৩ নভেম্বর ২০১৮ ০৪:৩৯

ঘরোয়া ক্রিকেটের টেস্টে ঝড় তুলেন লিটন দাস। তবে সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও ব্যাট চালাতে পারছেন না সেভাবে। লিটন কি পারবেন আজ থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টে নিজেকে মেলে ধরতে? বাংলাদেশের টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে নিয়ে আশাবাদী। তিনি মনে করেন, স্বাভাবিক খেলাটা খেলতে পারলে সাফল্য পাবেন লিটন।

এখন পর্যন্ত ১৭ ইনিংসে মাত্র তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস উপহার দিতে পেরেছেন লিটন। সর্বোচ্চ ৯৪। গড় ২৬.৮৮। যেখানে প্রথম শ্রেণীতে ৫৩ ম্যাচে তার গড় ৫২.১৪! সেঞ্চুরি আছে ১৩টি। জাতীয় দলে এখনও খাপ খাইয়ে নিতে পারছেন না লিটন। তবে সম্প্রতি ওয়ানডেতে বড় ইনিংস খেলে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছেন তিনি।

সাকিবের ইনজুরিতে টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করা মাহমুদউল্লাহ জানালেন, লিটনের কাছ থেকে ভালো ইনিংস আশা করছে দল। তবে এজন্য তার ওপর বাড়তি চাপ দেয়া হবে না।অর্থাৎ, লিটন তার মতো খেলার সুযোগ পাচ্ছেন। আজ (শুক্রবার)সংবাদ-সম্মেলনে এই প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেছেন, ‘লিটন ফ্রি ফ্লোইং স্ট্রোক মেকার। তাঁকে যদি স্বাধীনতা দিতে পারি তাহলে সে বড় ইনিংস খেলতে পারবে। সে ঘরোয়া ক্রিকেটে দেখিয়েছে, বড় ইনিংস খেলার সামর্থ্য রাখে। সে যদি অন্য কিছু চিন্তা না করে নিজের স্বাভাবিক খেলাটাই খেলে তাহলে তাঁর ভাল খেলার সম্ভাবনা বেড়ে যাবে।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের মধ্য দিয়ে টেস্টে বাংলাদেশের অষ্টম আর বিশ্বের ১১৬তম ভেন্যু হিসেবে আন্তপ্রকাশ করবে স্টেডিয়ামটি।

এমএ