মেসিহীন আর্জেন্টিনা পারবে তো!

লিওনেল মেসি ছাড়াই মেক্সিকোর বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করেছে। জাতীয় দলের প্রীতি ম্যাচগুলো থেকে সম্প্রতি ছুটিতে আছেন বার্সা তারকা।
কোচ লিওনেল স্কোলানি মেসিকে ছাড়াই ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের পর এখনো আকাশী-নীল জার্সিতে তার দেখা মেলেনি।এছাডাও দলের বাইরে থাকবে গনজালো হিগুয়েন,অ্যাঙ্গেল ডিমারিয়াও।
প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিডফিল্ডার এরিক লামেলা। এছাড়াও আছেন দিবালা, ইকার্দি, লাউতারো মার্টিনেজের মতো ফুটবলার।
আর্জেন্টিনা ৩০ সদস্যের দল
স্ট্রাইকার: রড্রিগো ডে পাউল, ফ্রাঙ্কো সার্ভি, এঞ্জেল কোরেয়া, লাউতারো মার্টিনেজ, মাউরো ইকার্দি, জিওভানি সিমিওনে, পাওলো দিবালা, এরিক লামেলা, এডুয়ার্ডো সালভিও।
মিডফিল্ডার: মার্কস আকুনা, ম্যাক্সি মেজা, ফ্রাঙ্কো ফাজুকুয়েজ, জিওভানি লো সেলসো, লেয়ান্দ্রো পারেদেস, সান্তিয়াগো আস্কাবার, রড্রিগো বাতাগ্লিয়া, মাতিয়াস জারাখো, রবার্তো পেরেইরা।
গোলকিপার: অগাস্টিন মারচেসি, সার্জিও রোমেরো, জেরোনিমো রুল্লি।
এমএ