ঢাকা বুধবার, ৯ই এপ্রিল ২০২৫, ২৭শে চৈত্র ১৪৩১


মিরাজের ফাইফারে অল আউট পাকিস্তান


৩১ আগস্ট ২০২৪ ১৮:৩৯

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের শুরুটা ছিল একদম স্বপ্নের মতো। তবে প্রথম সেশন শেষে এগিয়ে ছিল পাকিস্তানই। দ্বিতীয় সেশন থেকে ম্যাচে ফিরতে শুরু করে টাইগাররা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দেন মিরাজ। তার ফাইফারে গুঁড়িয়ে যায় স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ। অল আউট হয় অল্পেই।

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ২৭৪ রানে গুটিয়ে গেছে পাকিস্তান।

 

আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৃষ্টির কারণে চারদিনে নেমে আসা ম্যাচে টাইগাররা শুরুটা পায় দারুণ। রানের খাতা খোলার আগেই আবদুল্লাহ শফিককে বোল্ড করেন এ ম্যাচে একাদশে ফেরা তাসকিন আহমেদ।

 

তবে এরপর প্রথম সেশনটা নিজেদের করে নেয় পাকিস্তান। সাইম আইয়ুব আর অধিনায়ক শান মাসুদের দৃঢ়তায় আর কোনো উইকেট না হারিয়েই লাঞ্চ বিরতিতে যায় তারা। বিরতির আগেই অর্ধশতক পূরণ করেন মাসুদ।

 

বিরতি থেকে ফিরে ফের আনন্দের উপলক্ষ পায় বাংলাদেশ। ৫৭ রান করা মাসুদকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। আরেক সেট ব্যাটার সাইমকেও বেশিক্ষণ টিকতে দেননি তিনি। স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে ৫৮ রান করেন এ ওপেনার।

 

সৌদ শাকিল আজ বেশিক্ষণ টিকতে পারেননি। তাসকিনের বলে বোল্ড হওয়ার আগে ১৬ রান করেন তিনি। চা বিরতির কিছু আগে বাবর আজমকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। ৩১ রান করেন বাবর।

 

প্রথম টেস্টের দুই ইনিংসেই বাংলাদেশকে ভুগিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তাকে ২৯ রানের বেশি করতে দেননি পেসার নাহিদ রানা।