ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


পুলিশের গুলিতে আহত জাতীয় দলের ফুটবলার বাদশা


৭ আগস্ট ২০২৪ ১৯:৩১

ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় টুটুল হোসেন বাদশা দেশের চলমান অস্থির পরিস্থিতির মাঝে পুলিশের গুলিতে আহত হয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের দিন সোমবার তিনি গুলিবিদ্ধ হন বলে নিজের ফেসবুক আইডিতে জানিয়েছেন।

 

নিজের রক্তাক্ত অবস্থায় চোটাক্রান্তের ছবি দেয়ার পাশাপাশি ৮ সেকেন্ডের ভিডিও আপলোড করেন বাদশা। ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের এই ফুটবলার মঙ্গলবার বিকেল ৫টা ৪৮ মিনিটে ফেসবুক স্ট্যাটাস দেন।

 

সেখানে বাদশা লিখেছেন, ‘গতকাল (সোমবার) আনুমানিক রাত ৯ ঘটিকায় এলোপাতাড়িভাবে পুলিশ বাহিনী গুলি ছুঁড়ে। আমি আমার বাসার সামনে অবস্থান করছিলাম। সেই সময় আমার চোখের উপরে এসে একটি গুলি লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক একটা প্রশ্ন থেকেই গেল। সময় হলে সেই বিষয়ে কথা হবে।’

 

রক্ষণভাগের খেলোয়াড় বাদশা ২০১৩-১৪ মৌসুমে ক্লাব খিলগাঁওয়ের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ফুটবল জগতে প্রবেশ করেন। ২৪ বছর বয়সী ফুটবলার ২০১৭-১৮ মৌসুমে ঢাকা আবাহনীর হয়ে খেলার মাধ্যমে তার জ্যেষ্ঠ পর্যায়ে খেলোয়াড়ি জীবনের সূচনা হয়। ক্লাবটির হয়ে পাঁচ মৌসুমে ৭৫ ম্যাচ খেলেন। ২০২২-২৩ মৌসুমে ঢাকা আবাহনী থেকে বসুন্ধরা কিংসে যোগ দেন।

 

২০১৩ সালে বাদশা বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে খেলেছিলেন। প্রায় ৫ বছর লাল-সবুজের জার্সিতে বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর ২০১৮ সালে তার আন্তর্জাতিক অভিষেক হয়। জাতীয় দলের হয়ে তিনি এপর্যন্ত ২৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন। দলগতভাবে বাদশা তিনটি শিরোপা জিতেছেন, যার সবগুলো ঢাকা আবাহনীর জার্সিতে।