আজ বাঁচা-মরার ম্যাচে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

প্যারিস অলিম্পিকে ফুটবল ইভেন্তে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ইউক্রেনের বিপক্ষে নামছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে এই দুই দল।
এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে হাভিয়ের মাসচেরানোর শিষ্যদের। ড্র করলেও সম্ভাবনা থাকবে। তবে হারলেই নিতে হবে বিদায়। এমন ম্যাচে আর্জেন্টিনা দলে আসতে পারে পরিবর্তন।
ইউক্রেনের বিপক্ষে নামার আগে শুরুর একাদশের তিনটি পজিশন নিয়ে ভাবছেন আর্জেন্টিনা অলিম্পিক দলের কোচ। ইউক্রেনের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে লুসিয়ানো গান্ডোকে।
মরক্কো ও ইরাকের বিপক্ষে ভালো খেলায় একাদশে জায়গা হতে পারে সান্তিয়াগো হেজের। এদিকে রক্ষণেও আসতে পারে পরিবর্তন। আর্জেন্টিনার মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি সরাসরি অনলাইনে দেখার সুযোগ রয়েছে।
মোবাইলে ম্যাচটি দেখতে এখানে ক্লিক করুন। একনজরে দেখে নিন ইউক্রেনের বিপক্ষে অর্জেন্টিনা অলিম্পিকের সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: জেরোনিমো রুলি
রক্ষণভাগ: জোয়াকিন গার্সিয়া, মার্কো ডি সিজার\ব্রুনো অ্যামিওন, নিকোলাস ওতামেন্ডি (অধিনায়ক), জুলিও সোলার
মাঝমাঠ: সান্তিয়াগো হেজে, এজেকিয়েল ফার্নান্দেজ, ক্রিস্টিয়ান মাদিনা, থিয়াগো আলমাদা
আক্রমণভাগ: জুলিয়ান আলভারেজ, লুসিয়ানো গন্ডো।