ইউরো থেকে বিদায়ের পর রোনালদোর আবেগঘন পোস্ট

আগেই জানা গিয়েছিল, চলতি আসরের পর ইউরোর ইতি টানবেন ক্রিস্টিয়ানো রোনালদো। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গে টাইব্রেকারে হেরে পর্তুগালের বিদায় ঘণ্টা বাজে। এবার ইউরোর পুরো আসরজুড়েই নিষ্প্রভ ছিলেন ‘সিআর সেভেন’।
৫ ম্যাচ খেলেও কোনো গোলের দেখা পাননি রোনালদো। আর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পরই নানান কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার।
নিজের পারফরম্যান্সের পাশাপাশি সম্ভাব্য অবসর নিয়েও পর্তুগিজ মহাতারকাকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তবে রোনালদোর সঙ্গে অবসর নিয়ে এখনও কোনো কথাই হয়নি বলে জানিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ।
এদিকে নানান আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন রোনালদো। সেই বার্তায় নিজের অবসর নিয়ে কিছুই আলোকপাত করেননি রোনালদো। তবে ইউরো থেকে এমন বিদায়ে হতাশ তিনি।
রোনালদো লিখেছেন, ‘আমরা আরো বেশি চেয়েছিলাম। আমাদের আরও বেশি প্রাপ্য ছিল। আমাদের নিজেদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য, পর্তুগালের জন্য। তোমরা আমাদের যা কিছু দিয়েছ এবং আমরা যা অর্জন করেছি, সবকিছুর জন্য কৃতজ্ঞ।’