ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইংল্যান্ড


৭ জুলাই ২০২৪ ০১:০৮

সংগৃহিত

স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করে ইংল্যান্ডের বিদায় ঠেকিয়ে দিয়েছিলেন জুড বেলিংহ্যাম। পরে হ্যারি কেনের গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় ইংলিশদের। তারকায় ঠাঁসা ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালেও পিছিয়ে পড়েছিল ব্রেল এমবোলোর গোলে। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে ইংলিশদের সমতায় ফেরান বুকায়ো সাকা। তবে এদিন শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ানো ম্যাচে পিকফোর্ড বীরত্বে সুইজারল্যান্ডকে হারিয়েছে ইংল্যান্ড।

শনিবার (৬ জুন) ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোল সমতায় শেষ করে দুইদল। ফলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়েও কোনো দলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়া গোলের দেখা না পেলে খেলা টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে সুইজারল্যান্ডের প্রথম শট নিতে আসা মানুয়েল অকাঞ্জির শট ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক জর্দান পিকফোর্ড। ইংল্যান্ডের প্রত্যেক খেলোয়াড়ই বল লক্ষ্যে পাঠাতে সমর্থ হন।

নির্ধারিত সময়ের ৭৫ মিনিটে ব্রেল এমবোলোর গোলে এগিয়ে গিয়েছিল সুইজারল্যান্ড। কিন্তু পাঁচ মিনিট পরেই ইংল্যান্ডকে সমতায় ফেরান বুকায়ো সাকা।

ইউরোর গত আসরের ফাইনালে টাইব্রেকারে ইতালির কাছে হেরেই শিরোপার স্বপ্ন ভেঙেছিল ইংল্যান্ডের।