ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


নাফীসের সর্বশেষ শারীরিক অবস্থা জানাল বিসিবি


৬ জুলাই ২০২৪ ১৯:০৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার এবং বর্তমান লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল প্রচণ্ড মাথাব্যথা ও দুর্বলতা নিয়ে শুক্রবার (৫ জুলাই) চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হন। তবে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর অবশ্য তার অবস্থা সম্পর্কে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাফিস বিরল রোগ সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিসে আক্রান্ত হয়েছেন।

নাফিসের মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে, যা একটি বিরল রোগ। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন। বর্তমানে নাফিসের অবস্থা স্থিতিশীল এবং তাকে আরও কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে। প্রথম দুই-তিন দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর এখন তিনি কিছুটা স্থিতিশীল অবস্থায় আছেন।

এর আগে গতকাল নাফিসের সতীর্থ এবং বাংলাদেশের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস সামাজিক যোগাযোগমাধ্যমে নাফিস ইকবালের অবস্থার স্থিতিশীলতার খবর জানান। তিনি একটি ছবিসহ পোস্টে লেখেন, "নাফিস ইকবাল হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা এখন স্থিতিশীল। অনুগ্রহ করে সবাই নাফিসের জন্য দোয়া করবেন।"

 

নাফিস ইকবাল গত কয়েক বছর ধরে বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। ২০২২ সাল থেকে তিনি জাতীয় দলের সঙ্গে কাজ করছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আকরাম খান।