ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


কোপার সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ যারা


৬ জুলাই ২০২৪ ০৯:৩০

ছবি: সংগৃহীত

চলমান কোপা আমেরিকায় উড়ন্ত ফর্মে আর্জেন্টিনা। টুর্নামেন্টে অপরাজিত থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পা রেখেছে লা আলবিসেলেস্তেরা।

 

শুক্রবার কোপার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে টাইব্রেকে (৪-২) গোলে হারিয়ে সেমিতে ওঠে আর্জেন্টিনা। তবে সেসময় তাদের প্রতিপক্ষের নাম জানা যায়নি। অবশেষে জানা গেল সেমিতে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিদ্বন্দ্বী কারা হচ্ছে।

 

শনিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে টাইব্রেকারে (৪-৩) হারিয়েছে কানাডা। এই জয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিতে পা রেখেছে দ্য রেডসরা।

 

আগামী বুধবার (১০ জুলাই) প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়, মেটলাইফ স্টেডিয়ামে।