ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান, সূচি ও প্রতিপক্ষ দেখুন
-2024-07-06-08-58-50.jpg)
নবম টি-২০ বিশ্বকাপে মোটাদাগে ব্যর্থ হয়েছে পাকিস্তান। এই টুর্নামেন্টের ব্যর্থতা ভুলে নিজেদের গোছানো শুরু করেছে তারা। এবার তাদের মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি। এরই মধ্যে টুর্নামেন্টের খসড়া সূচি প্রকাশ করেছে পিসিবি। অপেক্ষায় রয়েছে বিসিসিআই ও আইসিসির অনুমোদনের।
ঘরের মাঠে আইসিসির মেগা এই ইভেন্টের আগে নিজেদের ঝালাই করে নিতে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আয়োজন করবে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান ছাড়া বাকি দু’দল হলো দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
এই সিরিজের ভেন্যু হবে পাকিস্তানের মুলতান। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দু’দল ফাইনালে শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হবে। শুক্রবার সেই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খবর ক্রিকেটপাকিস্তানের।
আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এরপর ১০ ও ১২ ফেব্রুয়ারি হবে বাকি দুটি ম্যাচ। ১৪ ফেব্রুয়ারি শীর্ষ দু’দলের ফাইনালের মধ্যদিয়ে শেষ হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট।
চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানের মাটিতে এ সিরিজটি তিন দলকেই অনেক সাহায্য করবে বলেই ধারণা দেশগুলোর বোর্ড কর্তাদের।