ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে কানাডা


৬ জুলাই ২০২৪ ০৮:১০

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার বিপক্ষে লড়ছে কানাডা। ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের জালে একবার বল পাঠিয়েছে দ্য রেডসরা। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে জেসি মার্শের শিষ্যরা।

 

শনিবার টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুদল। যেখানে ভেনেজুয়েলার বিরুদ্ধে ১-০ এগিয়ে থেকে বিরতিতে গেছে কানাডা। দলের হয়ে গোল করেছেন জ্যাকব শ্যাফেলবার্গ।

 

ম্যাচের শুরু থেকে শক্তি প্রদর্শন করে ফুটবল খেলে দুদল। ১২তম মিনিটে আক্রমণে ওঠে কানাডা। তবে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে ভেনেজুয়েলা।

 

১৩তম মিনিটে কানাডাকে এগিয়ে দেন জ্যাকব শ্যাফেলবার্গ। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ডানপ্রান্ত থেকে ভেনেজুয়েলার জাল কাঁপিয়ে দেন তিনি।

 

১৮তম মিনিটে পাল্টা আক্রমণে ওঠে ভেনেজুয়েলা। জোসে মার্টিনেজের পাস থেকে স্যালমন রনোদন কানাডার ডেরায় আক্রমণ করে। কিন্তু তার সেই প্রচেষ্টা ব্যর্থ করে দ্য রেডসরা।

 

এর মিনিট তিনেক পরেই প্রতিপক্ষের বক্সে অ্যাটেম্প নেয় ভেনেজুয়েলা। স্যালমনের নেয়া হেডের বলটি দুর্দান্তভাবে আটকে দেন কানাডিয়ান গোলরক্ষক।

 

২৪তম মিনিটে আক্রমণে যায় কানাডা। এবারও বল নিয়ে প্রতিপক্ষের ডেরায় সেই শ্যাফেলবার্গই। কিন্তু গোলের ব্যবধান দ্বিগুণ করতে পারেননি।

 

ম্যাচের ফিরতে বেশ কয়েকটি আক্রমণ সাজায় ভেনেজুয়েলা। কি কানাডিয়ানদের রক্ষণভাগের ডেডলক ভাঙতে পারেননি তারা। প্রথমার্ধের বাকি সময়ে সমতায় ফিরতে পারেনি ফার্নান্দো বাতিস্তার শিষ্যরা। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে দ্য রেডসরা।