ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন লিসান্দ্রো


৫ জুলাই ২০২৪ ০৮:০২

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ইকুয়েডরের বিপক্ষে শুরুর ২৫ মিনিটে বেশ চাপেই ছিল আর্জেন্টিনা। তবে সে চাপ কাটিয়ে দলটা এগিয়ে গেল লিসান্দ্রো মার্তিনেজের গোলে।

৩৫ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার হয়ে বল যায় লিসান্দ্রোর কাছে। সেই বলটাই শেষমেশ জালে জড়ালেন তিনি। আর্জেন্টিনা যায় অবশেষে।

ইকুয়েডর অবশ্য শুরুর ২৫ মিনিটে ছড়ি ঘোরাচ্ছিল আর্জেন্টিনার ওপর। ওদিকে আকাশী-সাদারা ইকুয়েডরের জমাট রক্ষণ ভাঙতে পারেনি শুরু থেকেই।

শুরুর ২৫ মিনিটে তিনটা শট করেছে ইকুয়েডর, যার একটা হচ্ছে অন টার্গেট। ওদিকে আর্জেন্টিনা অন টার্গেট তো বটেই, শটই নিতে পারেনি একটাও! 

তবে এই চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে আর্জেন্টিনা। অবশেষে পেয়ে যায় গোলের দেখাও।

এই এক গোলই বিরতির আগে আর্জেন্টিনা আর ইকুয়েডরের পার্থক্য গড়ে দিয়েছে। সে পার্থক্যটা ম্যাচ শেষেও থাকুক, তাই নিশ্চয়ই চাইবেন কোচ লিওনেল স্কালোনি!