ঢাকা শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


জিতেও কোপা থেকে বিদায় ব্রাজিলকে রুখে দেওয়া দলের


৩ জুলাই ২০২৪ ১০:৫৮

ছবি: সংগৃহীত

শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ড্র দিয়ে কোপার মিশন শুরু করেছিল কোস্টারিকা। তবে কলম্বিয়ার বিপক্ষে হেরে যায় দলটি। আর আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে প্যারাগুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়েও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে কোস্টারিয়ানরা।

 

চলমান কোপার কোয়ার্টার ফাইনালে উঠতে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি ব্রাজিলের বড় হারও দরকার ছিল কোস্টারিকার। কিন্তু প্রথমটি ঘটলেও দ্বিতীয় আর ঘটেনি। 

 

গ্রুপপর্বে ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র করে চমক দেখিয়েছিল কোস্টারিকা। কিন্তু শেষ ম্যাচে জিতে ৪ পয়েন্ট নিয়েও তাদের শেষ আটে খেলা হলো না। তাই গ্রুপের তৃতীয় স্থানে থেকে কোপার মিশন শেষ করেছে তাদের।

 

ম্যাচের তৃতীয় মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় কোস্টারিকা। জোসেফ মোরার ক্রস থেকে গোল করেন ফ্রান্সিসকো কালভো। সপ্তম মিনিটে আবারো গোল করে তারা। এবার স্কোরশিটে নাম লেখান জশিমার আলকোসার। ১০ মিনিটের ভেতরেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে দারুণ শুরু করে তারা।

 

শুরুতেই গোল পেয়ে বড় জয়েরই ইঙ্গিত দিছিল কোস্টারিকানরা। ২৯তম মিনিটে প্যারাগুয়ের হুলিও এনসিসিওর ডি বক্সের ভেতর নেয়া শট বাইরে দিয়ে চলে যায়। ২৩ নিনিটে এনসিসিওরই আরেকটি শট রুখে দেন সেকুইরা।

 

প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এক গোল শোধ দেয় প্যারাগুয়ে। র‍্যামোন সোসা গোলটি করেন ম্যাচে ফেরার ইঙ্গিত দেন।

 

ম্যাচের অন্তিম মুহূর্তে প্যারাগুয়ের বালবুয়েনা ও রোমেরোর দুইটি চেষ্টা গোলমুখে গিয়েই প্রতিহত হয়। ফলে ২-১ ব্যবধানের হার নিয়েই বিদায় নেয় প্যারাগুয়ে। অন্যদিকে চার পয়েন্ট নিয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে কোস্টারিকা।