কোয়ার্টারে উরুগুয়েকেই পেল ব্রাজিল

কোয়ার্টার ফাইনালে সি-গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়েকে এড়াতে ব্রাজিলের প্রয়োজন ছিল জয়। আর কলম্বিয়ার ড্র করলেই চলত। নিজেদের লক্ষ্য পূরণ করেছে কলম্বিয়া।
বাংলাদেশ সময় বুধবার (৩ জুলাই) সকালে ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে হামেস রদ্রিগেজরা।
ফলে কোয়ার্টার ফাইনালে ড্রি-গ্রুপের রানার্স আপ ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। আর কলম্বিয়া খেলবে পানামার বিপক্ষে।